সংবাদ

শীতবস্ত্র বিতরণ প্রকল্প ২০২২-২৩ সফলভাবে সম্পন্ন

১৮/২/২০২৩ ৫:০১:৪২ PM

news
এছাড়াও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৯৯৬ জন চাষীকে মাথাপিছু ৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এসব অর্থ বিতরণের সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের বিশেষ সহায়তা নেওয়া হয় এবং যথারীতি ফাউন্ডেশনের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে প্রকৃত হকদার নির্বাচন ও তাদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হয়। বন্যা তীব্র আকার ধারণ করলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার স্বেচ্ছাসেবী জড়ো হয় ফাউন্ডেশনের অফিসে। দিনরাত একাকার করে ত্রাণ সামগ্রী প্রস্তুতির কাজে সীমাহীন পরিশ্রম করেন তারা। দাতাদের অর্থ সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। জরুরি ত্রাণ কার্যক্রমে সর্বমোট ১০৩৮.৩২৮ টন শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের মাধ্যমে ফাউন্ডেশন নিজে বিতরণ করে ৬২.১৮ শতাংশ এবং দুর্গম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হয় ৩৭.৮২ শতাংশ। পুনর্বাসন কার্যক্রমের পুরোটা সময় ফাউন্ডেশনের একাধিক প্রতিনিধি দুর্গত অঞ্চলে অবস্থান করে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন। ত্রাণ ও নির্মাণসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন বাজারের সর্বনিম্ন রেটে পণ্য ক্রয়ের সর্বাত্মক চেষ্টা করেছে। প্রতিটি পণ্যের পরিমাণ ও মূল্য ফাউন্ডেশনের ভেরিফাইড পেজে আপলোড করা হয়েছে। ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের যাবতীয় হিসাব ফাউন্ডেশন অফিসে সংরক্ষিত আছে। অডিট হওয়ার পর অডিট রিপোর্ট শীঘ্রই অনলাইনে প্রকাশ করা হবে ইন শা আল্লাহ। যারা এই মানবিক কাজে অর্থ, শ্রম ও দোয়ার মাধ্যমে সহায়তা করেছেন, আল্লাহ প্রত্যেকের প্রচেষ্টাকে কবুল করুন।